অন্তরে সুখের আবেশে আচ্ছন্ন এক স্বর্গীয় ছোঁয়ায়,
আছে বাঁধা ধরা জীবনের কথার মধুর সমর্পণ ।
তার মাঝে আছে দুঃখের স্মৃতিকে ধরে রাখা,
সূর্য যাবে পাটে তবে পৌছবে ঐ দিগবলযের কাছে,
তখনো আঁধার সরিয়ে ঘুচবে জগতের কলুষ যত,
আর আছে আকাশ ভরা হাসির মায়ায় জড়িয়ে ধরা বিচ্ছুরিত শিখা ।
তার মাঝে আছে সুখের আবেশে অনন্ত ভালবাসা ।
তবুও সূর্য ছোঁয়ার অবদমিত ভালোবাসাতে হারিয়ে যাওয়া ।
রঙীন প্রজাপতির ডানা মেলে একটু বাতাসে উড়ে আসা ।
হয়তো সেই কোন এক প্রভাতের আলতো সূর্যের আলোর হাতছানিতে,
মনের খোঁজে আছে অন্তহীন দুঃখের স্মৃতিকে ধরে রাখার অবদমিত নির্জনতা ।
আকাশের মিষ্টি স্পর্শের ফাঁকে হারিয়ে যাওয়া রঙিন স্বপ্ন আর বাস্তবতা।
তখনো সূর্য উদয়ের পথে নিশান উড়িয়েই আসবে আবার এই ধরাতে,
কত বিষন্ন শীতলতার মাঝে তোমার অবসন্ন জীবন ছুঁয়ে যাওয়া ।
মহাকাশের কোন আলোক বর্তিকা হাতে আসে সূর্য আনন্দের স্পর্শে ।
কথামালা কখন যেন মিলিয়ে যায় একটূ সুখের আবেশে আচ্ছন্ন এক স্বর্গীয় ছোঁয়ায় ।
সূর্য যাবে পাটে ঐ দিগবলযের কাছে ভালোবাসার অন্তরালে একা একা ।
কৃষ্ণ গোপাল ঘোষ – কবি ও সাহিত্যিক
শ্যাম নগর উত্তর 24 পরগনা ।