সেদিন নদীতে নেমেছিল খুব বৃষ্টি
তখন গভীর রাত, রকেটের ডেকে ঘুম ভোলা কোলাহল
তবু তুমি গেয়েছিলে। অনুচ্চ স্বর, অথচ মুখর হৃদয়ের কানাকানি
হংসমিথুন উড়ে এসেছিল শিশিরে পাখনা মেলে
পুরনো পালক অবসাদ সব দিনের তিমিরে ফেলে
সেই রাতে সেই উতল হাওয়ার দেশে
ঘর পোড়া মনে সবুজ বনের উষ্ণতা ভালোবেসে
নেচেছিল যুগল ময়ূর।
কী যেন গানটি? মনে নেই, শুধু মনে আছে সেই
সুরের তাড়না পেয়ে, ঢেউয়ের শিয়রে লালচে ফড়িং সান্ত্বনা খুঁজেছিল,
চোখের তারায় কামনা অধীর নীল প্রজাপতি কেঁপেছিল তিরতির।
শুনে সে রবির বাণী, মেঘেরা আমোদে ভেবেছিল এ-ও খেলা
হেসে অবিরল ঢেলে দিয়েছিল বুকে জমা সব জল
আঁধারে হৃদয়ে শত আলো জ্বলেছিল
সোনা রোদে ভরা রকেটের ডেক বরষণে ভরেছিল
নদীতে সেদিন তুমি গান গেয়েছিলে।
মুজতাহিদ ফারুকী- কবি ও সাহিত্যিক।