Take a fresh look at your lifestyle.

সেফ প্যালেষ্টাইন

790

 

সিরিয়ার সেই গুলিবিদ্ধ শিশুটি
কবেই তো ঈশ্বরকে সব বলে দিয়েছে—-
আ্যালান কুর্দীও বলেছে নিরাপদ বসত ভিটার খোঁজে
কতটা অসহায় ছিলো ওরা!
অতঃপর সমুদ্র নিয়েছিলো টেনে পরম মমতায়
এক নীলজলের দ্বীপে!
তবুও স্রষ্টা ছিলেন অবিচল,দেখেছেন পুনঃপুন
কতটা সময় দেয়া যায় নিষ্ঠুর মানুষদের।

জ্বলছে এবার প্যালেষ্টাইন, বহুকাল ধরেই জ্বলছে —-
বেহেশতের ছোট্ট পাখির মতো শিশুদের বুকের রক্তে ভেজে
ধর্ম- অধর্মের মূল্যবোধ!
মানবতার ধারক বাহক, ঘুমিয়ে থাকে তারা,
চোখের পর্দা নামিয়ে নীরবে।

ওরা মুসলিম, এটাই ওদের দোষ!
ছুঁড়ছে ক্ষেপণাস্ত্র একের পর এক!
সিজদাহ্ অবনত তবুও ওরা
স্রষ্টার কাছে ফরিয়াদ —–
জায়নামাজে রক্তের স্রোত!
প্রভু তুমি কী দেখছো না সব!
আর কত জীবনের বিনিময়ে শুনবে এ আর্তনাদ!

ধর্মের দেয়াল তুলে দিয়ে —–
বিচার হোক ইনসাফের পক্ষে,
দেখাও তোমার শ্রেষ্ঠত্ব
যেমন পাঠিয়ে ছিলে ক্ষুদ্র অণুজীব পৃথিবীতে!

বন্ধ বিচারের প্রাচীর সরিয়ে দাও,
দাও কঠোর দন্ড, বুঝিয়ে দাও তুমি আছো অসহায়ের পাশে
ইনসাফের দাঁড়িপাল্লা সঠিক নিরূপণে।

রক্ষা করো প্যালেষ্টাইন
পবিত্র ভূমি —–
মসজিদুল আল আকসা!
বিশ্বাস করি “তুমি যা বলেছো সত্য বলেছো” ——-

হাছিনা মমতাজ ডলি – কবি ও সাহিত্যিক

 

Leave A Reply

Your email address will not be published.