Take a fresh look at your lifestyle.

সে তো খুব নিকটে

848

 

পৃথিবীতে আকাশচুম্বী অহংকার তো তোমার
ধন-দৌলত তো নানান আছে বেশুমার ।
ক্ষমতার দাপটে আজ জাতির ত্রস্ত যে সবাই
যখন-তখন প্রলয় ঘোটে তো যায় তোমার ইশারায় ।
ভাবো তুমিই থাকবে শুধু ভবে, অন্যেরা তো নয়
মেনে নেবে তো যত মজলুম সদা সর্ব পরাজয়।
আমার আমার বলে মহারাজ যতই করো চিৎকার
তোমার পরাজয়ে প্রয়োজন তো একটিমাত্র ফুৎকার ।
মুখে মুখে বলো দেখি বিশ্বাস আছে আল্লায়
অথচ স্থান দাওনাক তাকে রাষ্ট্র ব্যবস্থায় ।
শাসনতন্ত্রে কিংবা সমাজ পরিচালনায়
সেথা তুমি সার্বভৌম একচ্ছত্র অধিপতি
মানতে হবে সর্বস্তরে কেবল তোমার সম্মতি।
জানোতো মৃত্যু সেতু তোমার খুব ই নিকটে
নিমিষেই আসবে তোমারে যে নিতে অকপটে।
অকস্মাৎ ভেঙ্গে যাবে যে তোমার সকল কিছু
সেদিন থাকবে না কোনো মোসাহেব তোমার পিছু।
তুমি শায়িত হবে মাটির বিছানায় কবরে
প্রচার মাধ্যম মৃত ঘোষণা করবে খবরে।
যেমনটা নেই আজ দুনিয়ায় হামান কারুন
আবু জেহেল লাহাব নমরুদ ফেরাউন ।
মৃত্যু সে তো করে দিতে পারে সমতল সব
সর্বশ্রেষ্ঠ একমাত্র আল্লাহ তিনিই আমাদের রব।

 

 

সরদার মুক্তার আলী – কবিও সাহিত্যিক।

Leave A Reply

Your email address will not be published.