Take a fresh look at your lifestyle.

স্বদেশের চিত্রমালা

862

 

সময় স্রোতে ভেসে যাওয়া মানবতার গলিত শব,
গণতন্ত্রের ভগ্ন খোঁয়াড়ে শকুনির নগ্ন উতসব৷।
হায়েনা, পিশাচ দলেবলে স্বাধীনতার চামড়া গায়,
কাক সেজেছে ময়ূর বলে আসল নকল বোঝা দায়।
দুর্নীতির করাল খরায় পুড়ছে মানব অধিকার,
সুবচন গেছে নির্বাসনে ভূলুণ্ঠিত হয় স্বাধীকার ।

ব্যক্তি পূজোর বলির পাঁঠা ষোলো কোটি জনসাধারণ,
চলে জবর পুতুল খেলা, নেপথ্যে কার পদচারণ ?
রিমোট নিয়ন্ত্রিত স্বদেশ ডিজিটালের নেই তুলনা,
ক্ষমতাটি প্যান্ডোরার বাক্স ভুল করেও কেউ খুলো না।
দেশ, বিদেশে প্রাসাদ গড়ে নয়নাভিরাম, অভিজাত,
আয়হীনেরা ঐশ্বর্যশালী চিন্তাশীলের কপালে হাত।

অশিক্ষিতের শ্রমের দামে দেশে আসে পাউন্ড, ডলার,
হাত ঘুরে তা সুইস ব্যাংকে কোন কথা কী আছে বলার৷?
কথার যাদু, মুখের মধু চলছে, চলবে অন্তহীন,
নিরীহ প্রজা, তিলের খাজা হাড়, পাঁজরে বাজছে বীণ ।
বুঝতে পারার বোধটুকু মগজ থেকে বিলুপ্ত প্রায়,
তবু মানুষ বিলের কই দেহত্যাগ কী সহজে হয় ?

 

মোঃ নূরুল আলম – কবি ও সাহিত্যিক। 

Leave A Reply

Your email address will not be published.