কচুরীপানা দেখেছো কখনও?
ভাসানজলে কিংবা ঢেউয়ের ছলে
যার কোন আবাস অস্তিত্ব নেই,
নিঃসীম কোন সাগর কিংবা নদীর
রোষানলে জীবনের একুল ওকুল হারিয়ে
যাযাবর হয়ে বেঁচে থাকা।
যার স্বপ্নগুলো প্রতিক্ষণে আতঙ্কিত
এক একটা ঢেউয়ের আবিষ্ট গর্জনে।
কচুরীপানা তবুও স্বপ্ন দেখে!
স্বপ্ন আঁকে স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার,
ইচ্ছে জাগে স্বপ্নতরীর হাত ধরে
সুখের কোন আবাসে ফিরে যাবার।
স্বপ্নঘোর তখন কাটে!
যখন কোন অজানা ঢেউ এসে
জলের তলে নিমজ্জিত করে দেয়,
বেঁচে থাকা কিংবা স্বপ্ন বোনার আশা।
কচুরীপানার মতো জীবন আজ
আশা দূরাশার বেড়াজালে আবদ্ধ।
না আছে আবাসে ফেরার আকাঙ্খা
না থাকে হারিয়ে যাবার ভয়,
কূল হারিয়ে ও বেঁচে থাকতে হয়
নয়তো জীবনের কাছে হার মানা।
এ যেনো জীবন নামক প্রতিটি
ঢেউয়ের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা।
রুবেল আহমেদ -কবি লেখক সংগঠক