শুনছো! তুমি চাকরীটা ছেড়ো না
স্বপ্ন জলাঞ্জলী দিয়ে হতাশ হয়ো না।
গৃহকাজে ২জন সহকর্মী রাখো
শরীর ও মনটাকে রিলাক্সে রাখো।
স্বামী সন্তান নিয়ে টেনশনে থেকো না।
ডিম, দুধ, কলা খাও; মোটা নিয়ে ভেবো না।
পেট খালি দিও না, প্রয়োজনে চকলেট খাও
মাঝে মাঝে সেজেগুজে একা একা ঘুরে বেড়াও।
ভালোবেসে ঘর করো, স্বামীর মন ভেঙো না
অতিরিক্ত আদর দিয়ে বাচ্চা নষ্ট করো না।
কাজের পরিকল্পনাসহ প্রতিনিয়ত স্বপ্ন দেখো।
খুশি মনে এগিয়ে যাও, সফল হবে, মনেরেখো।
জয় তোমারই, তোমারই হবে।
কানিজ ফাতেমা – কবি