কোন কুয়াশা ভেজা সকালে পৌঁছে যেতে চাই
তোমার হাত ছুঁয়ে,
সবুজ বিস্তৃত ঐ পাহাড়ের পাড় ঘেঁষে নেমে আসা
নীলাভ নির্ভুল গন্তব্যে।
ঐ ঘন সবুজ বৃক্ষরাজি,পাহাড়, জল,ভোরের কুয়াশা, তেজোদ্দীপ্ত সূর্য, নীল জোছনার অলকা ছুঁয়ে।
দুঃখ,কষ্ট, না পাওয়া সব টুকু করতে চাই কৌটাবন্দী জানিনা আমি, কেন আমার স্বপ্নের দারুণ অসুখ!
সুন্দর একটা স্বপ্নের হাতছানি
এর কাছেই তুমি হার মানবে জানি —-
আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই!
তাওয়াব নূর- কবি।