এসো হে বৈশাখ কেতন উড়ায়ে
শুভ দিনের মঙ্গল বার্তা নিয়ে,
পুরাতন সব মলিনতা ব্যর্থতা
নববর্ষের নব আলোকে যাক ধোঁয়ে।
নতুন বছর ভুলিয়ে দিক
পুরাতন দিনের ব্যথা বেদনা,
আমরা যেনো খোঁজে পাই সবাই
নতুনের মাঝে শুভ চেতনা।
শঙ্খ বাজিয়ে মঙ্গল দীপ জ্বালিয়ে
মোরা সাজিয়েছি বরণডালা,
বরণ করবো পহেলা বৈশাখকে
তাতে কারো মনে নেই কোন অবহেলা।
বৈশাখের আবাহনে বইবে সুবাতাস
ধরণী ভরুক বিত্ত বৈভবে,
ভুলে যাবো অতীতের ব্যর্থতা মরক
আনন্দে রবো সবে।
ধ্বংস মরকে মোরা জর্জরিত ছিলাম
এবার থামাও প্রভু পুরাতন লীলা,
কালবৈশাখীতে এবার কোন ধ্বংস নয়
দেখাও সৃষ্টির খেলা।
কৃষকেরা ছিলো অতি দুর্ভোগের শিকার
অন্তরে পোষে রেখেছে জ্বালা,
এবার ভরিয়ে দাও অঢেল খাদ্যশস্যতে
বঞ্চিত কৃষকের গোলা।
নতুন সূর্য উঠুক আকাশে
আসুক অনাবিল সুখ,
মুছে যাক সব ব্যর্থতার গ্লানি
খুশিতে ভরে উঠুক বুক।
চেনা ছন্দে ফিরুক ধরণী
ভালো থাকুক সবাই
নতুন বছরের কাছে এটুকু আশ্বাস
আমরা শুধু চাই।
স্বাগত জানাই পহেলা বৈশাখকে
এসো নিয়ে বিত্ত বৈভব,
আমরা যেন নতুনের আগমনে
ভুলে যাই বিগত দিনের সব পরাভব।
সঞ্জয় কুমার পাল- কবি ও সাহিত্যিক।