স্মৃতির পাতায় তোলে
রাখবে বলে
প্রতিশ্রুতি দিয়েছ আমাকে।
কখনো ভুলে জাবে না
তাইতো খুঁজে মরি তোমাকে।
সেই মানুষ কে এখন
করো অবহেলা
নিয়তি বুঝা বড় দায়।
তোমার স্বপ্ন আঁকি মনে
হয়তো বিবেক দিয়েছে সায়।
যার জন্য করো অবহেলা
সে কি তোমাকে সপে?
স্মৃতির পাতায় তোলে
রাখবে
সেই ভরসায় হিয়া যপে।
কি দেবো তোমায়
তোমাকে স্মৃতির পাতায় রাখি
ভালো বাসা স্মৃতি পাতা
বারে বারে দেখি শুধু দেখি।
দীপান্বিতা – কবি