কত ঝড় উঠে নদে
কত ঝড় থেমে যায়,
কত ঝড় দুকুল ভাংগে
কারো সুধানো না যায়।
কত ফুল ফোটে বনে
কত ফুল কলিতেই ঝরে যায়,
ঝরা ফুলে বুকের কষ্ট
সবাই কি বুঝতে পায়?
কত নদী কলকলে
দূর সাগরপানে যায়,
কত নদী মরে যায়
আহা! শুকিয়ে খরায়।
তেমনি করে মোর জীবনে
কত ঝর উঠে এই বুকেতে
কলির মত স্বপ্ন ভেংগে যায়,
মরা নদীর মত শুকিয়ে গেছে
হতাশার নিদারুন খরায়।।
এম,এম তালুকদার -কবি ও সাহিত্যিক।