Take a fresh look at your lifestyle.

হারিয়ে গেছে

912

 

পদ্ম ছাওয়া দীঘি ছিল
ফুলে ভরা মাঠ ছিল
হারিয়ে গেছে |

মুখর নদীর ঘাট ছিল
বাঁশির উদাস তান ছিল
রঙিন সুতার বোনা সাধ ছিল
হারিয়ে গেছে |

অনেক শখ ছিল
একে একে সব কামনা
উজ্জ্বল উদ্যাম নবীনা
স্বপ্নে বোনা আল্পনা
হারিয়ে গেছে |

প্রিয় মানুষ ছিল
সুপ্ত কিছু ইচ্ছা ছিল
বলিষ্ঠ কণ্ঠ ছিল
হারিয়ে গেছে |

প্রেমের তরী ছিল
কৃষ্ণচূড়া পাপড়ি বিছানো চাদর ছিল
স্নেহের আঁচল ছিল
ঝড়ো বাতাসে হারিয়ে গেছে |
একান্ত আপন কিছু ছিল
সব হারিয়ে গেছে
জীবন শক্তি হারিয়ে যাচ্ছে
মিথ্যা ব্যাথার মাঝে |

খন্দকার  রোমেনা- কবি ও সাহিত্যিক 

Leave A Reply

Your email address will not be published.