জীবনের দীর্ঘ পথ তো পাড়ি দেয়া হয়ে গেলো,
কিন্তু জীবনের গন্তব্যে পৌঁছার আয়োজন করা কি সম্ভব হলো?
মাঝে মধ্যে এ প্রশ্নটি আমার সামনে জ্বলন্ত হরফে যেন জীবন্ত হয়ে ওঠে।
আমি কোন উত্তর খুঁজে পাইন না।
যে উত্তর চিন্তায় আসে তাতে আমি নিজেই সন্তুষ্ট হতে পারি না।
আমার ভিতরের সত্তাই যেন আমাকে তিরস্কার করে বলে,
তুমি নিজেই নিজেকে প্রতারণা করতে চাও?
এভাবে কেন নিজের কাছে নিজে ছোট হও?
তখন লজ্জায় মাথা নীচু করে থাকি!
হতাশা তখন আমাকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলে যে তা থেকে মুক্ত হওয়ার কোন উপায় আর খুঁজে পাই না।
হুমায়রা জান্নাত – কবি।