দেয়ালের ঘড়ি চলিতেছে ঠিক
আকাশে অন্য কথা ।
পাগল হাওয়ায় উড়ছে এখন
হেমন্তের ঝরা পাতা ।
নবমী দশমী বনিতার চোখে
বরিষন গেছে মায়া ।
বিদায়ের ঢেউ হৃদয় নদীতে
হারালো কাজল জায়া।
কারো অন্তরে ঝুরঝুর ব্যাথা
ডালপালা করে নাদ ।
সময় কখনো নয় অবারিত
নিবারণ করে স্বাদ ।
হেমন্ত হাওয়া ভাবনা তাতেই
সুরেখা নিচয় জ্ঞানী ।
রোহিনী প্রভায় মাটির শরীরে
দেয়নি অভয় বানী ।
হিমানী এখন মরিয়া চলছে
বাহনের বুক ভীরু।
শীতের পোশাক মাথায় প্রদাতা
উলঙ্গ গুবাক তরু ।
শুনি প্রতিদিন হিমানীর কথা
চলছে বাহন হাওয়া ।
ঝরিতেছে পাতা ভাবনা বিনাশ
জীবন বিষম খাওয়া ।
ফয়জুর রহমান – কবি ও সাহিত্যিক(লন্ডন)