পড়েছি হলুদ পাঞ্জাবি আমি, পকেট তাতে নাই
কারণ, আমার মনের ইচ্ছা হিমু হতে চাই।
বিসর্জন দিয়ে জুতো জোড়া, পথ করেছি সাথী
দাড়ি চুল করেছি বড়, সেজেছি বৈরাগি।
মহাপুরুষ কবে হব? কেবল তো পথ শুরু;
কোথায় তুমি আছ লুকিয়ে আমার পথগুরু?
চাঁদের আলো আগের মত স্বচ্ছ কেন নাই?
রাতের নির্জনে কল্পনাতে তোমায় খুঁজে পাই।
মানুষ এখন হয়েছে রোবট হয়না যে বিভ্রান্ত!
আশা ভালোবাসা মায়া মমতা হারিয়ে, হয়েছে মেশিনে পরিনত।
অনুমান কেন যায়না মিলে? কোথায় আমার দীক্ষা?
কেমন করে হিমু হবো? কে দিবে বলো শিক্ষা?
হারিয়ে ফেলেছি বাবার সেই কথার নীতিমালা!
তাইতো হৃদয়ে সৃষ্টি হয়েছে মায়া ভালোবাসার জ্বালা।
তবুও যে এই অন্তরেতে পুষে রেখেছিলাম তাই,
পথে আসুক যতই বাধা, হিমু হতে চাই।
রাজিবুল হাসান দুরন্ত- কবি,সাহিত্যিক ও এডমিন চেতনায় সাহিত্য।