রাসুল (সাঃ) তুমি চলার পথে
আলোক নিশানা।
সঠিক জ্ঞানের মন্ত্র দিলে,
দিলে সঠিক ঠিকানা।
দ্বিনের আলোয় ভরিয়ে দিয়ে
পথ চলেছ তুমি।
তোমার দেয়া সেই পথেতে
হাটবো সদাই আমি।
তুমি মোদের শিক্ষাগুরু
ছালাম তোমার তরে
তোমায় ভালোবাসতে চাই
হৃদয় উজাড় করে।
তোমার তরে ছালাম দরুদ
লক্ষ, হাজার বার
রোজ হাসরের ময়দানেতে
শাফায়াত চাই তোমার।
তোমার কথা মনে করে
দু’চোখ ভরে কাঁদবো
শহিদ হয়ে রোজ হাসরে
তোমার সাথেই থাকবো
দিল আফরোজ রিমা- কবি ও সাহিত্যিক।