গুনে গুনে আরও ৩২টি বছর পর
দেখা হবে তোমার আমার
আমরা দুটিতে জোড়া শালিকের মতই
হবো লক্ষ্মীমন্ত আবার।
কথা হবে, গল্প হবে
হবে গলা জড়িয়ে ফেলে আসা দিনের বিলাপ
কান্না হবে, হাসি হবে
হবে পুরোনো ঐ ক্ষতগুলোর ভরাট।
আজ থেকে ঠিক ৩২বছর পর!
মোটা ফ্রেমের চশমাটা নাকে টেনে
আগাগোড়া দেখে নেবো তোমায়
এখনও কী তেমনটাই আছো?
যেমন ছিলে ৩২বছর আগে।
ভাবছ বুঝি ৩২টি বছর
পুড়ে গেছে দীর্ঘশ্বাসের তাপে
আমি তো সে-সব জাগিয়ে রেখেছি মনে
সুনিপুণা নিদ্রাহীন বেহুঁশে।
দীর্ঘ ৩২টি বছর পর!
তুমি যখন আ বার ছুঁয়ে দেবে আমাকে
আমি লজ্জাবতীর মতো নিজেকে গুটিয়ে নেব
তোমাকে পাবার অহংকারে মাতাল হব।
শিউলী – কবি৷