স্বপ্নলোকের বৃক্ষরাজ
স্বপ্নলোকের মনটা আজকাল যে কি হয়ে গেলো
কি যেন সে খুঁজে বেড়ায় তারই অজানায়
ভাবে শুধু ভালোলাগার সেই বৃক্ষটির কথা
যার মাঝে ছিল হাজারো শাখা প্রশাখা আর
ছোট বড় কচি কাঁচা এবং আধা পাকা
পাতা পল্লবে ছায়া সুনিবিড়ের মেলা ।
অনাবিল সুখ ও আনন্দ উল্লাসে ভরা
সে ছিল কত শত নক্ষত্ররাজীর
প্রতিভার রঙিন ব্যানারে আবৃত
ঐক্যবদ্ধ শিকড়ে গাঁথা কোন এক
জাগ্রত নয়নের স্বপ্নলোকের বৃক্ষরাজ।
হঠাৎ কিযে হলো নিদ্রাহীন আঁখির স্বপ্ন ভেঙ্গে
বৃক্ষরাজের ডাল পালা শেকড় বেকড় সব কোথায় যে
হারিয়ে গেল স্বপ্নের সিড়িগুলো গুড়িয়ে দিয়ে
জাগ্রত হোতাস দু’নয়ন দিবানিশি কেবলই খুঁজে ফেরে
একি অদৃশ্য খেলা কোথাও পায়না তাদের দেখা !
এ কেমন অশনি সংকেতবাহী বার্তা এলো
কি এক অজনা শংকায় কতজনেযে সে শোধায়
কেউ দেয়না কোন আবাস কোথায় হারিয়ে গেল
তার অতি প্রিয়ব্রত আপন হয়ে যাওয়া কিছু মুখ।
তারপর দেখতে পেলো কেউ একজন তাকে
হাতছানি দিয়ে ডাকছে বলছে এখানে চলে এসো
পেয়ে যাবে যাদের তুমি খুঁজে ব্যাকুল বিব্রত হয়েছ
তাদেরই এক অংশ মিলে বসত বেঁধেছে হেথায়
নতুন কোন এক জগত সৃষ্টির অদম্য নেশায় ,
* তাই*
তুমিও মিলতে পারো এই নব্য প্রস্ফুটিত তারাদের- মেলায়।
চলে এসো নিদ্বির্ধায় তোমার প্রিয় ছায়াঘেরা বৃক্ষ তলায়।#
কবি ও সাহিত্যিক
রওশন চৌধুরী-
এ্যাডমিন চেতনায় সাহিত্যে ,
সহ-সম্পাদিকা চেতনা বিডি ডটকম।