Take a fresh look at your lifestyle.

আমি বাবার মতো কৃষক হমু

986

এক দরিদ্র কৃষক তার মেয়ে পিএসসিতে (প্রাইমারি স্কুল সার্টিফিকেট) গোল্ডেন ৫ পায়। কৃষক মেয়ের এমন সাফল্যে মহা আনন্দে পাড়া-প্রতিবেশিকে মিষ্টি বিতরন করল। সবাই কৃষকের মেয়েকে বাহঃ বাহঃ দিলো। দেবারই কথা গরিবের মেয়ে স্কুল শিক্ষকদের দেয়া পাঠ’কে অবলম্বন করে এত ভালো রেজাল্ট !
কৃষক মেয়েকে বলল মারে তুই বড় হইয়ে ডাক্তর হবি মা। মেয়ে বলে না বাবা আমি ডাক্তর হমু না তাহলে যে আমাকে সাবরিনা হইতে হইবে। বাবা বলল তাহলে তুই উকিল হবি? মেয়ে এবারও বলল বাবা আমি যদি উকিল হই তাহলে, সাহেদ, সাবরিনা- আরিফ, লিয়াকত, প্রদীপ, আব্রারের খুনীদের আর সিরাজদৌলার মতো খবিশ লোকগুলার পক্ষে কথা কয়ে টাকা কামাই করতে হইব। বাবা আবার বললেন তাহলে তুই কি হবি মা রাজনীতিবিদ হবি? মেয়েতো আরো অবাক হয়ে বলে। বাবা তুমি কি কও ? রাজনীতিবিদ হইয়ে আমি পাপিয়া, হেলেনা আর শারমিন জাহানের মতো দুই, তিন, চাইর নম্বর হমু নাকি! আর বিনা ভোটে মন্ত্রী হমু ? ছিঃ ছিঃ বাবা !! কৃষক বাবা হোতাস হয়ে জিজ্ঞাসিলেন তাহলে তুই লেখা পড়া শিখি কি হবিরে মা? মেয়ে বলে, বাবা আমি অনেক লিখা পড়া শিখি তোমার মত হবো। আমি কৃষক হমু। বাবা বলে এই তুই কি কলিরে মা এত ভালো ফল দি তুই কৃষক হবি? মেয়ে বলে হ্যা বাবা আমি তাই হমু, কারণ আমি দেখছি তুমি, জলিল কাকা, জামসেদ জেঠা এরা হগগলে কাউরে ঠকাও না, টাকার লোভে কাউরে মারোনা, টাকা কামাই করতে জালিয়াতি করোনা। তোমরা সবাই কাজ করো, সবার লগে মিল্ল্যা মিশ্যা থাকো আর খেতের ফসল বিক্রি কইরে সংসার চালাও। আমিও তাই কৃষক হমু বাবা তুমি দোয়া করো আমি যেন তোমার মত হই।

 

রওশন চৌধুরী – সহ সম্পাদিকা চেতনা বিডি ডটকম।

Leave A Reply

Your email address will not be published.