সাবাস বাংলাদেশ মুক্তাঙ্গনে পড়ন্ত বিকেল, ইমন আর শিশির প্রকৃতির আভা নিচ্ছে । চারু কলা বা ইবলিস চত্বরে যাই না ইমন।
পড়াশোনা বিষয়ে ভীষন কৌতুহলী শিশির – ইমন।
মুক্তি যুদ্ধের চেতনা ও স্বাধীনতার স্বাদ বিষয়ে অনেক আলোচনা হলো দুজনের। ইমন মাঝে মাঝেই বাংলাদেশের সর্বচেয়ে বড় নদী পদ্মার পাড়ে ছুটে আসে। ভার্সিটি থেকে মাত্র ২/৩ কি. দূরেই পদ্মা পাড়।
প্রকৃতি আর ইতিহাসের কাছেই মানুষকে বারবার ছুটে যেতে হয়।
ইমন সাবাস বাংলাদেশের ভাস্কর্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে শিশিরকে মনের ইচ্ছের কথাগুলো সুন্দর ভাবে বলল।
শিশির বলল, গত পূজার নবমীতে বন্যা আপুর সাথে মন্দিরে গিয়েছিলাম।
পুরোহিত দেশের শান্তি আর সমৃদ্ধির জন্য প্রার্থনা করলেন।
ইমন বলল, পৃথিবীর সকল ধর্ম মানবতার কথা বলে।
– চলো আজ সন্ধ্যা ঘনিয়ে এলো।
ইমন শিশির বিদায় হলো।
সামনে ১৪ ফেব্রুয়ারি। ভালবাসা দিবস ঘিরে রাবি তে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। সবাই গার্লফ্রেন্ড নিয়ে ব্যাস্ত।
শিশির বিকেল ৪ টায় ইমনকে জুবেইরী ভবনের সামনে আসতে বলে ফোনে।
ইমন সময় সচেতন আর পরিচ্ছন্ন ছেলে। যে দেশে ৪ টার মন্ত্রী সভা আহবান করে ৫ টায় শুরু হয়, যে দেশে ২ টায় মিটিং সমাবেশে কল করে ৪ টায় শুরু হয়, সেই দেশে সময়ের আর কি গুরুত্ব।
এ দেশ তো মাহথির মাহমুদের মত নয়!
মাহথির মালোয়েশিয়ার মাটিতে বলেছিল- আমার ১৪ বছর প্রেসিডেন্ট জীবনে ১ মিনিট লেট করে মন্ত্রানালয়ে যাই নি।
ইমন বলল, শিশির বল কোথায় যাবে?
– আজ চলো সূর্যাস্ত দেখি।
ইমন বলল, তুমিও আমার মত প্রকৃতি প্রেমী হয়ে গেলে।
– তা আর পারছি কই।
রিক্সা নিয়ে পদ্মার পাড়ে পৌঁছে গেল দুজন।
হালকা রোদ এসে উপচে উপচে পড়ছে শিশিরের গালে।
কৃষ্ণচূড়ার চিরল পাতা তাদের মনে ঝিরিঝিরি বাতাস দিচ্ছে।
গৌধুলীর রঙ যেন আজ ভিন্ন। প্রকৃতি কানে কানে তাদের ভালবাসার বর্তা দিচ্ছে।
ইমন বলল, কিছু বলছনা যে শিশির?
ঐ দেখ সূর্য পাটে নামল বলে……..
চলবে
আব্দুল মতিন – সম্পাদক, চেতনা বিডি ডটকম