আবিরের বাবা মি. জামিল রোড এক্সিডেন্টে মারা গেছে ৫ বছর পূর্বে।এখন মিরপুর ফ্লাটে আবির আর তার মা মনোয়ারা বেগম বাস করে।
৪ দিন পার হয়ে গেল বাউসাতে আবিরের, এক দিকে আবিরের কর্ম ব্যস্থতা আর অপর দিকে বাউসায় তার নয়ন তারা আতর আলী মাস্টারের মেয়ে কল্পনা।
খুব দ্রুত রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনে আবির ঢাকা ফিরে এলো।
মা মনোয়ারা বেগম কে বাউসার সকল ঘটনা খুলে বলল, আনন্দ ময়ী, প্রেমময়ী কল্পনা তার নিদ্রা কেড়ে নিয়েছে।
সকালেই শিশির জমা দূর্বা ঘাসে তার প্রেমিকার পদচারণ, মুচকি হাসি, সাদামাটা পোশাক, মেঘের ন্যায় কেশ,গোলাপের পাপড়ির মত ঠোঁট, অপলক দৃষ্টি যেন আবিরের দিকে চেয়েই আছে।
আবিরের মনের অবস্থা বুঝতে পারে মা।
বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হলেও মা মনোয়ারা বেগম তা বুঝতে দেয়নি আবির কে।
গানের অনুশীলন আর মিউজিক মিডিয়ার ভাইভা শেষ করে নিল। ফোনে নিয়মিত কথা চলছিল মিলনের সাথে। আবির আর মনোয়ারা বেগম বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে চলে এলো বাউসায়। বাহ! এ অঞ্চলের প্রকৃত দৃশ্য আবির যা বর্ননা করেছে তার চেয়ে অনেক ভালো। আতর আলীর মেয়ে কল্পনাকে দেখার পালা এবার, দুধে আলতা চেহারা আর গুণে বিমুগ্ধ মনোয়ারা বেগম।
খুবই তাড়াতাড়ি বিয়ের কার্যক্রম শুরু হলো-
শুক্রবার রাতে বিয়ে সম্পন্ন হবার পর আবিরের স্বপ্ন পুরন হলো। ভাবতেই পারছেনা আবির কত খুশি, হৈমন্তী গল্পে রবীন্দ্রনাথ যেমন বলেছিল, নরম মাংসের স্বাদ পেলে বাঘের যে দশা হয় – আবিরের অবস্থা তাই হয়েছে। শনিবার ভোরে সিল্ক সিটি এক্সপ্রেস নতুন বউ বর আর শ্বাশুড়িকে নিয়ে ছুটে চলছে ঢাকার পথে। অজানা অচেনা ভবিষ্যৎ বার বার ভাবিয়ে তোলে নতুন কল্পনা কে।
মনোয়ারা বেগম কে ঘরের লক্ষ্মী উপাধি দিয়েছিল। রানা- বান্না, ঘর দোর পরিস্কার, কাপড় পরিস্কার, পরিবারের ভালো মন্দ সব ক্ষেত্রে তার অবাদ বিচরণ।
হঠাৎ করে আবির ফোন পেল জাতীয় চলচিত্রে তার গান সিলেক্ট হয়েছে। আনন্দে ভরে উঠল আবিরের নবীন মন।
আব্দুল মতিন –
সম্পাদক, চেতনাবিডি ডটকম ।