আবিরের অসাধারন পরিবর্তন দেখে সবাই চিন্তিত।
সাজানো গুছানো পরিপাটি জীবনে কেমন যেন কাল বৈশাখীর আভাস।
এখন আবির নিয়মিত খায়না,গোসল সময় মত হয়না, ঘুম যেন লোক চুরি খেলে।
মা অনেক ভাল করে বুঝিয়েছে সত্যিই রে খোকা ! বউ মার ছোঁয়ায় আমরা সফল হয়েছি! আবিরের চিন্তা যেন আরো বাড়তে থাকে সামান্য আতর মাস্টারের মেয়ে আজ সবার কাছে রাজ রাণী, আমার কোন মূল্য কারো কাছে নেই।
কলেজের চাকরি আর নতুন বিয়ের অজুহাতে মিলন অনেকটা কমই খোঁজ নিতে পেরেছে আবিরের।
আবির রেকর্ডিং সেন্টার অফিস নিয়ে মহা ব্যস্ত।
অনেকটা কম গুরুত্ব দিতে শুরু করেছে কল্পনাকে।
একদিন হঠাৎ করেই মিলন তার নতুন বউকে নিয়ে আবিরের বাসায় হাজির।আবির খুব দ্রুত কাজ সেরে বাসায় এলো, রাতে খাবার টেবিলে অনেক গল্পের ফাঁকে কল্পনার কথা উঠল।
বাউসার সকল আত্মীয় স্বজনের চোখে কল্পনা মহা সুখী।
সুন্দর – সুশ্রী বর, আদর্শ শ্বাশুড়ি, ভাল অবস্থা ইত্যাদি আলোচনায় পঞ্চমুখ সবাই। কল্পনার সুন্দর ব্যবহার নিয়ে তখনো সবাই ব্যস্ত,আবিরের দক্ষতা,যোগ্যতা,সংগীত সাধনার কোন কথা পরিবারে নেই।
আবির এক পর্যায় বলেই ফেলল, হুম! সত্যি তো কল্পনা ভিষণ ট্যালেন্ট,তার কোন জুড়ি নেই আর আমি তার তুলনায় মশা- মাছি ছাড়া কিছুই নই।
কথাটা কে কি ভাবে বুঝল জানিনা! কল্পনা কিন্তু অনেক কিছু বুঝে ফেলেছে।
আগের মত আবির হাসেনা,মন খুলে কথা বলে না, আদর সোহাগ করেনা,মতামতের গুরুত্ব দেয় না।
ঐরাতে কল্পনা আবিরের কাছে নিবিড় ভাবে থাকতে চেয়ে ও পারেনি।
সটান আবির বলে দিল,আমাকে বিরক্ত না করলেই খুশি হব।
রাতের বাকি অংশ কল্পনা যেন কল্পনার জগতে রাজত্ব করতে লাগল। যে আমাকে ছাড়া কিছুই বুঝতনা সে আমাকে ছাড়াই ঘুমায়, আমাকে বিরক্ত মনে করে,আস্তে আস্তে নিজের জীবনকে আবির ঘৃনা করতে শুরু করেছে।
আমি ছাড়া হয়তো খুব ভাল চলবে আবিরের।
মান অভিমান কল্পনা কে গ্রাস করল।বুকে পাথর চাপা দেবার ন্যায় নিরবে হজম করল সকল রূঢ়আচরণ।
সকালে মিলন বিদায় হলো,আবির অফিস গেল। শার্টের পকেটে ৫০ হাজার টাকার চেক ছিল আবিরের এটি পরিস্কার করতে গিয়ে কল্পনা চেকটা পানিতে ভিজিয়ে ফেলেছে।
অনেকা জ্বীর্ন হয়ে গেছে।
সন্ধ্যা রাতে আবির চেক সম্পর্কে জানতে চাইলে কল্পনা বলল,
এই অবস্থা! অনেক রাগ করে আবির বলল, রাজ লক্ষ্মীর আবার কান্ড দেখ?
হতবাক মনোয়ারা বেগম আর কল্পনা।
রাতে কিছুই খেলনা কল্পনা।আবির ঘুমাবার পর সামান্য একটা ছোট ব্যাগ নিয়ে বেড়িয়ে পড়ল কল্পনা, বাউসা যাবার চুড়ান্ত পরিকল্পনা করলেও..
আব্দুল মতিন –
সম্পাদক, চেতনাবিডি ডটকম।