গতকাল ২৫ মার্চ, সকাল থেকেই দিনটি ছিল খুব ব্রাইট ও প্রাণবন্ত।
চেতনায় সাহিত্যের ” সাহিত্য আসর ” এমন মনোরম পরিবেশে অনুষ্ঠিত হবে তা সত্যিই স্বপ্নের মতো।
খুলনা বিভাগের সাহিত্য অঙ্গনের বলিষ্ঠ উচ্চারণ সবাই একই কাতারে।
সকাল ১১ টায় আমাদের চেতনায় সাহিত্যের কেক কাটিং এর মধ্যে দিয়ে শুরু হয়।
আয়োজন ছিল বিশ্ব কবি রবীন্দ্রনাথের কুটিবাড়ী শিলাইদহে।
সাহিত্য আসরে প্রানবন্ত উপস্থাপন মুগ্ধতায় ভরা ছিল।
পারভীন আকতার পারু আপার গান,
ইসরাত জাহান আপার অণুগল্প ও প্রাসঙ্গিকতা,
রফিকউল্লাহ কালবী ভাইয়ের কবিতা,
ওয়াজেদ বাঙালীর কবিতা,
জসীমউল্লাহ হামিদ ভাইয়ের কবিতা,
আব্দুল্লাহ রিফাতের কৌতুক / অভিনয় সাহিত্য আসরকে পরিপূর্ণ করে।
সভাপতি আব্দুল মতিন, উনার বক্তব্যে একবিংশ শতাব্দীর সাহিত্য প্রেমীদের সৃজনশীলতা দিয়ে সুস্থ সাহিত্য উপহার দেবার জন্য আহবান জানান।
প্রোগ্রামের সমাপনীতে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
আব্দুল মতিন – সম্পাদক, চেতনা বিডি ডটকম।