রাজশাহীর বাগমারায় আজ বুধবার বিদ্যুতের তারে জড়িয়ে মফিজ উদ্দিন (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মফিজ উদ্দিন উপজেলার আউচপাড়া ইউনিয়নের সারন্দি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মফিজ উদ্দিন গতকাল সকাল ১০টার দিকে বাড়ির কাছে নিজ পানবরজে পানি সেচের জন্য বিদ্যুতের তার ও পানির পাম্প নিয়ে যায়। পাম্পে সংযোগ দেবার আগে অসাবধানবশত বিদ্যুতের লুজ তার হাতে থাকা অংশে লিকেজ (ফুটা) থাকায় বিদ্যুতে সে জড়িয়ে পড়ে। এতে ঘটনা¯’লে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, এই ঘটনায় কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। তবে এ ঘটনায় বাগমারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
মিজানুর রহমান – সাংবাদিক (বাগমারা প্রতিনিধি)