Take a fresh look at your lifestyle.

সাবেক এমপি আবু হেনার মৃত্যু

1,344

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক দুই দুই বারের নির্বাচিত সংসদীয় আসন-৫৪, রাজশাহী -৪, (বাগমারা-মোহনপুর)এর সফল সংসদ সদস্য, সাবেক সচিব, সাবেক রাষ্ট্র দূত, প্রকৃচির সাবেক মহাসচিব,বাগমারার গর্ব সুস্হ রাজনীতির ধারক জনাব আবু হেনা আর আমাদের মাঝে নেই। আজ বেলা ১.৩০ মিঃ ঢাকার শ্যমলীতে অবস্হিত বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন। মহান আল্লাহপাক উনাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন,আমিন। মরহুমের জানাযা আজ ১৫-১১-২০২০ইং রোজ রবিবার বাদ যোহর যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামে নিজ কবরস্থানে মায়ের পাশে দাফন কার্য সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে চলার পথে কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করা হল।

 

ডি এম জিয়াউর রহমান- বাগমারা,রাজশাহী।

Leave A Reply

Your email address will not be published.