মহিষ তুমি করছো কি,
নাড়ছো কেন শিং
গলায় বাঁধা ঘন্টা তোমার,
বাজছে টিংটিং
কাজল কালো চোখ দুটিতে,
নেই কোনো প্রতিবাদ।
শিং থাকতেও নাও মেনে,
গৃহস্তের অপরাধ।।
করোনা কোন উহ্যবাচ্য,
আসলেই মহিষ তুমি।
তোমার মতই থাকি নীরব,
যেমন এই আমি।।
দুরাচারে ডুবছে দেশ,
না চাইতেও দেখি।
দেখে শুনেও তোমার মত,
মুখ বুঁজে থাকি।।
জানো কি মহিষ,
মানুষেরা বদলে গেছে অনেক।
নিজের রক্তে খেলে হোলি,
বিরতি নেয়না ক্ষণেক।।
ক্ষয়ক্ষতির জিঘাংসায়,
কাটায় সময় দুখে।
হিংসে হয় তোমাদের দেখলে,
আছো কতো সুখে।।
শিং থাকতেও থাকো মিলে,
নেই গুতাগুতি।
পান থেকে চুণ খসলেই,
মানুষ করে হাতাহাতি।।
————————————-
(মাস্ক ব্যাবহার করুন)
প্রিন্স মনিরুজ্জামান – কবি ও সাহিত্যিক।