Take a fresh look at your lifestyle.

রঙিলা প্রেমের মাঝি

863

 

 

সুদূর প্রেম ও পরাণের প্রিয়তম সখি,
ভালোবাসা আমার জীবন সঙ্গী সুখি,
অন্ধকার আঁধার রাতে দ্বিধাগ্রস্থ মনে
তুমি একা জেগে আছো দরদী প্রেম ভরা যৌবনে।
মধ্যরাতে তোমার ভাবনায় রঙিন প্রেমের খোয়াব দেখি!
জীবনের স্বপ্ন ও বাসনায় মেলে দুটি আঁখি।
শরীরে সাগরের ঢেউ,প্রাণের নদীতে বহে ভাসমান তরী,
কামনার অথৈই স্রোতে উজানে মাঝি আমি তুফান ঝড়ে বৈঠা মাড়ি।
কখনো তরুণ কৃষাণ আমি,কখনো বিজ্ঞ লেখক ও কবি,
কখনো আধুনিক গায়ক আমি,একতারা সুরে গান করি আজব!
কখনো সরল বিশ্বাসী আমি,তোমাকেই খুঁজি ফিরি বহুদূর নিরব,
প্রেমের সখি তুমি কোথায় খেলা করো লুকোচুরি মনচুরি স্বভাব।
সফেদ বর্ষার ঝড়ে ঢেউ ওঠে উত্তাল সমুদ্র নদী বড় বিল অরণ্য!
পেটের ক্ষুধায় দূর পরবাসে শ্রমজীবী আমি নির্মাণ করি আধুনিক পণ্য।
কখনো অভিজ্ঞ প্রকৌশলী আমি,কর্মজীবী নতুন চেতনা সাম্যের,
শীঘ্রই কাজ শেষে মাসিক বেতন নিয়ে ফিরবো আপন বাড়ী,
গভীর অপেক্ষায় প্রিয়তম বন্ধু আমার দীর্ঘ জীবন সংসারী।
তোমার ভরা গতর ও সৌন্দর্যের
জীবন যৌবন কাঁদে বিচ্ছেদে বিভোর।
বাড়ির কাছেই বেহায়া সন্ত্রাসী ঘোরে ফিরে সমাজ ঘৃণা করে বিষাক্ত লুটেরা।
ভয় নেই সখি,ভয় নেই ব্ন্ধু,ভয় নেই তোমার
আমি এক নতুন সংস্কারক অনাগত আগামীর-
সাময়ের বিপ্লবী অতন্দ্র রাতে দক্ষ প্রহরী আমি সজাগ দিশারী।
কখনো উজান নদীর স্রোতে রঙ্গিলা প্রেমের মাঝি আমি চৈতন্যে নিপুণ!
ভালোবাসার জ্বালা বুকে নিয়ে তীব্র স্রোতে ভেসে যাই অগ্নি দহন।
এই শরীর শুধু জ্বলে পোড়ে বিষণ্ণ বেদনার কঠিন বিষে হয় নীল!
যে দেবে ছোবল সখি সে নিশ্চিত পুড়ে মড়বে দগ্ধ সে অনল।
সংসার জ্বালায় তোমার জীবন পোড়ে,
স্বপ্ন পোড়ে,কামনার রঙিন যৌবন অঙ্গার।
তারপরও তোমার প্রেমে মগ্ন এই দুটি চোখ বিরহের দুটি নয়ন।
মাঠের কাশবন ও শাপলার বিলে তোমাকে খুঁজে ফিরে চৈতন্য ব্যাকুল।
দেখা হলে তুমি হবে এই ভরা নদীর বাঁকে বাঁকে বন্ধু প্রেমে আকুল ।
তখন ফিরে পাবো এক নতুন যৌবন
মানবতা ও সভ্যতার আর্দশ জীবন।
মেষপালক আমি বাঁশি বাজাবো সুদূর দিগন্ত উজান।
মধুময় সুরে গান গাইবো রঙ্গিলা মাঝির জীবন ইতিহাস গুণাগুণ।

এনামুল হক টগর – কবি ও সাহিত্যিক। 

 

Leave A Reply

Your email address will not be published.