বাবুই পৃথিবীর সবচেয়ে দক্ষ প্রকৌশলী পাখি। তার বানানো বাসাটায় পানি তো ঢোকেই না, বাসাটিও সহজে ডাল থেকে ছিঁড়ে পড়েনা।
বাসায় দুটো দরজা থাকে। একটা সদর দরজা। যেটা তারা সব সময় ব্যবহার করে। অন্যটি ইমার্জেন্সি দরজা। কখনো কারো দ্বারা আক্রান্ত হলে ইমার্জেন্সি ডোর ব্যবহার করে জীবন রক্ষা করে।
রাতে কি তারা অন্ধকারে থাকবে? বাসায় একটি ডিম লাইট হলে ভালো হতো না? হতো। তাই তারা বাসায় নরম কাঁদা রাখে। জোনাক পোকা ধরে নিয়ে গিয়ে তার মুখটা কাঁদায় গুজে দেয়। জোনাক পোকা লাইট জ্বালিয়ে মুখ গুজে থাকে, পালানোর পথ পায় না।
বাবুই পাখি/ তাঁতী পাখি
Baya Weaver
Chapainawabganj
আসাদুজ্জামান জুয়েল – ফটোগ্রাফার, সাহিত্যিক ও উপন্যাসিক।