বিখ্যাত কবি এবং স্বাধীনতা সংগ্রামে একজন প্রধান বিদ্রোহী ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন ২৫ মে, ১৮৯৯ সালে তালিয়াটলি গ্রামে, ফরিদপুর জেলা, বর্তমান বাংলাদেশ। তিনি মৃত্যুগ্রহণ করেছিলেন ২৯ আগস্ট, ১৯৭৬ সালে ঢাকা, বাংলাদেশে। নজরুল ইসলামের প্রধান কাব্য গ্রন্থ হলেন “আগন্তুক”। তিনি স্বাধীনতা আন্দোলনের সময় একজন মহান প্রভাবশালী কবি হিসেবে পরিচিত হন। তাঁর কবিতা, গান এবং নাটক প্রভৃতির মাধ্যমে তিনি স্বাধীনতা সংগ্রামে অপূর্ব ভূমিকা রাখেন। তাঁর সাহিত্যিক কার্যক্রমের সাথে তাঁর রাষ্ট্রপতি মহম্মদ জিয়াউর রহমান ও রাষ্ট্রনির্মাতা শেখ মুজিবুর রহমানের সহযোগিতা ছিল । তিনি জাতির শিল্পী হিসেবে বাংলাদেশের স্মরণযোগ্য অংশ।
চেতনায় সাহিত্য পাবলিক গ্রুপ।।