Take a fresh look at your lifestyle.

সাহিত্য ভুবনে অনাবিল পথচলা

চেতনায় সাহিত্য

1,063

সাহিত্য ভুবনে অনাবিল পথচলা

বাঙালির চিন্তা চেতনায় সাহিত্যের প্রভাব অনেক বেশি। এদেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে- রবীন্দ্রনাথ,নজরুল, শরৎচন্দ্র, বঙ্কিম চন্দ্র, মধুসূধন.জসীম উদদীন, আল মাহমুদ আরো কত শত কবি সাহিত্যিক।
হৃদয়ের গভীরে মিশে আছে- আব্দুল আলিম, আব্বাস উদ্দিন, লালন ফকির, আব্দুল করিম, আব্দুল জব্বার,আব্দুল হাদী, এন্ডু কেশর সহ অগনতি শিল্পী।
কোটি কোটি মানুষের রঙতুলিতে আস্থা স্থাপন করেছে- জয়নুল আবেদীন, মৃনাল হক আর আব্দুল কাইয়ুমের মতো চিত্র শিল্পী।

আমাদের চেতনায় নাড়া দেয় নদী, পাখি,ফুল, আর নিবিড় প্রকৃতি।

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিল্প, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির উৎকর্ষসাধন একান্তই জরুরী।

ফেসবুক গ্রুপে সাহিত্য – সংস্কৃতি নিয়ে কাজ করছে অনেকেই।
ঠিক তখনই, চেতনায় সাহিত্য লেখক মূল্যায়ন ও তৈরির কাজে অংশ গ্রহণ করেছে।
এ গ্রুপের সাথে সম্পৃক্ত হয়ে গঠন মূলক পরামর্শ দিয়ে পাশে থাকবেন বলে আমরা বিশ্বাস করি।
নিয়মিত আমাদের গ্রুপে লেখা দিন, পড়ুন, মন্তব্য করুন।

সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।

 

এডমিন প্যানেলের পক্ষে-

আব্দুল মতিন-সম্পাদক  চেতনা বিডি ডটকম।

Leave A Reply

Your email address will not be published.