রিভিউঃ-
বইয়ের নামঃ- বেদনাকে বলেছি কেঁদোনা
কবিঃ- হেলাল হাফিজ
প্রচ্ছদঃধ্রুব এষ
প্রকাশকঃ- দিব্য প্রকাশ
পৃষ্ঠাঃ- ৭৯
মূল্যঃ- ২০০ টাকা
আধুনিক বাংলা সাহিত্যের সম্প্রতি অতি পরিচিত কবি হেলাল হাফিজ। হেলাল হাফিজের অসাধারণ রচনা বেদনাকে বলেছি কেঁদো না।নবীন কবি ও পাঠকদের কাছে বইটি অর্থবহ।
হেলাল হাফিজের কাব্যগ্রন্থ বেদনাকে বলেছি কেঁদো না ৩৫ টি অনু কবিতার সমন্বয়ে রচিত।
এ কাব্য টি তে রয়েছে-
বিজ্ঞান, ইতিহাস, পরিবেশ, ব্যাক্তিজীবন, রোমান্টিকতা, প্রেম, বিরহ ইত্যাদি।
কিছু কবিতায় অল্প লেখনীতে অনেক বড় বড় অর্থের উন্মেষ ঘটেছে। চিন্তা-চেতনার মৌলিক পরিবর্তন, নতুন কবিতা রচনার কলাকৌশল এ বইটিতে বিদ্যমান। একজন সচেতন সাহিত্যপ্রেমী ব্যক্তির নিকট এটি শিক্ষনীয়ও বটে। বেদনাকে বলেছি কেঁদো না কাব্যটি হয়ে উঠুক সবার বিনোদনের মাধ্যম।
আব্দুল মতিন
কবি সাহিত্যিক ও
সম্পাদক চেতনাবিডি ডটকম।