তোমার জন্যই
ঘোর'তা লেগেছে নয়নে
মায়া জমেছে মনে
যতো- ডিঙায় দেয়াল
স্মৃতি ডাকে পিছনে!!
নজরে রাখবো নজর
যুগবন্দী অন্তরে,
মধুমিলনি'র শহর
হৃদয়ের প্রান্তরে!!
সামনে এসো দাড়া প্রিয়ো
কিছুটা প্রেম নিও,
বন্ধ দরজা খুলে দিয়ে
আমাতে মিশে যেও!!…